একদা এক বনের মাঝে
একটি হরিণ ছানা
মনের সুখে ভরছে উদর
মুখে তুলছে খানা।
হঠাৎ একটি বাঘের থাবা
ভাঙলো ছানার ঘাড়
খায় চিবিয়ে মড়-মড়িয়ে
হরিণ ছানার হাড়।
সেই ছানাটির হরিণ মা-টা
অশ্রু জলে ভাসে
এই দুনিয়া নয়কো খাঁটি
সবল কেবল হাসে?
স্রষ্টা বলেন এ দুনিয়া
নয়কো আপন ঘর
পরকালেই পূরণ হবে
সকল আশার বর।
ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪