এমন পঙক্তিমালার প্রতি কি নিদারুণ অবহেলা
এরা কবিতা বোঝে না!
ভরাট কণ্ঠের শব্দ ঝঙ্কারেও ভয়ানক উদাসীনতা
- এরা মোটেও কবিতা বোঝে না
কবিতা-!
প্রতিটি অক্ষরে মিশে থাকা কল্পনার অগাধ মহাসমুদ্র
সেই সমুদ্র-জলের প্রতিটি ফোঁটায়-
ঢেউ তোলে স্বপ্নেরা, তবুও দুলে ওঠে না অন্তর
স্বপ্ন ছাড়া হৃদয় এক স্থবির মরুভূমি
কেবলই প্রাণহীন
এরা আসলেই কবিতা বোঝে না
বুঝতে চায়ও না কখনই!

ফিরোজ, মগবাজার, ০৮/১০/২০২৪