এই তুই বললি ক্যান, ভয়ঙ্কর অপরাধী তুই …!
কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হবে
অঘটন-ঘটনায় অহরহ ঘরছাড়া, দিশেহারা চারিদিক
তবুও শোনানো হয়
বিচ্ছিন্ন দ্বীপের গল্প ও কাহিনী
অথচ বক্ষে বক্ষে আর্তনাদ
ভয়ানক কম্পিত অসংখ্য হৃৎপিণ্ড
ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবার দশা
তবুও তালা ঝোলে মুখে মুখে
বুকের পাটা কার এতো বড়? তির ছোড়ে -
ক্ষমতার জোয়ারে ফুলে উঠা বুকে …!
নড়ে না, চড়ে না, সুক্ষতর সাড়াও নেই
খয়ের খাঁ, ভুঁড়িওয়ালা, জড়বস্তুর ইউনিফর্ম
বিবেক বরফ নয় অনন্তকাল
একটু একটু উষ্ণতায় গলে গলে ভিজিয়ে দেয়
কিছু একটা মোক্ষম পথে
ওরা, যাকে বলে ষড়যন্ত্রে যোগ দেয়া
অঘটন-ঘটনা ভাইরাল
নড়ে ওঠে আরদালি-পেয়াদা, এমন কি ইউনিফর্মও
এই তুই বললি ক্যান
কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হবে …!!
ফিরোজ, দিলকুশা, ০৭/১০/২০২০