বাইরের রুচিবোধ দারুণ গোছালো ফিটফাট
রুচিকর পরিচ্ছদ উজ্জ্বল দীপ্তিময়
অথচ ভিতর কিংবা অন্তরের রুচি ক্লিষ্ট ও ক্লান্তিকর
শোষণের ধারা কেবল গ্রাস করে
ছলে, বলে, কৌশলে অনৈতিকতা ভর করে
সবকিছু নিজের করে পেতে চায়
রুচিকর পরিচ্ছদের অন্দরে কদর্যতার কুৎসিত ব্যাপ্তি
বোধহয়, এও এক ভণ্ডামি !
ফিরোজ, মগবাজার, ১৯/০৪/২০১৯