(১)
শোন ওহে প্রতিবেশী
বিষে জ্বলি অহর্নিশি
কাতর হয়েছি বড় যে ব্যথায় ।
আমার বাগান-বাড়ি
তুমি কেন দাও আড়ি
যা পারি বসন্ত রেখেছি সেথায় ।
(২)
লেগে আছে ঘরে ঘর
অতি কাছে তবু পর
চরণ দুখানি কেবলি বাঁধা ।
যদি পথ থেকে থাকে
খুঁজে দেখো বাঁকে বাঁকে
রসালো পথেরা না হয় সিধা ।
ফিরোজ, মগবাজার, ২৮/০১/২০১৯