ঝকঝকে চকচকে আবরকে
বড়ই দূষিত খতিয়ান
কালো কালো বর্ণে পাপের লিপিতে ঠাসা প্রতি পৃষ্ঠা
কোন সংজ্ঞা নেই তার
কেবল আলোর গতিরোধের বয়ান
আপন সুবিধার নিক্তিতে লেখা হয় একমুখো পাতা
পিছনে ফেরার কোন বাঁক নেই
শেষ পাতাতেই লেখা আছে খতিয়ানের পরিসমাপ্তি
তবু সে শত-সহস্র মুখ কব্জা করে
সাফসুতরো সুরভি বয়ানে ক্রমাগত উজ্জীবিত ।
ভুক্তভোগীর চেতনায় ঘণ্টা বাজে
বেজেই চলে -
কতটা অধিকার কেড়ে নিলে - অধিকার হারা হয় !
কতটা আঘাত সয়ে গেলে - আঘাত পাওয়া বলে !
কতটা বঞ্চনা সইলে - তবে বঞ্চিত হবে !
কতটা নিপীড়িত হলে - তাকে মজলুম বলে !
কতটা ধোঁকা দেয়া হলে - সেটা প্রতারণা হয় !
কতটা জখম হলে - হৃদয়ে রক্ত ঝরে !
কতটা ফেরারি হলে - বাঁধন হতে মুক্তি মেলে !
আশান্বিত মন আরোগ্য লাভের স্বপ্ন দেখে
রাত ঘুমায় দিনের অপেক্ষায়, দিন শেষে রাত
দিন যদি বৃদ্ধ হয়, দূষিত খতিয়ান ঠেলে
রাত থাকে নতুন শিশুর অপেক্ষায় …
ফিরোজ, মগবাজার, ১৭/১০/২০১৮