কতটা আঘাতে বজ্রকণ্ঠ
ভাসাবে বাতাসে উচ্চস্বরে?
কেনো-যে ওঠেনা তীব্র ধ্বনি
অন্তরে অন্তরে গুমরে মরে !
এসো যুবো-যুবা সময় হলো
সমক্ষের পথ আগুয়ান
সাজ সাজ রবে উন্মুখ সবে
সম্মুখে বড় এক অভিযান ।
কখনো মানবোনা জবরদস্তি
বাধা বেড়াজাল ডিঙাবই
লক্ষ কোটি রক্ত কণিকায়
আগুনের ফুলকি জ্বালাবই ।
আঁকাবাঁকা রেখা হিসাবপাতা
গড়মিলে যা কিছু হে এঁকেছো
চওড়া ললাটে ভর-সিন্দুক
খোলা হবে সব যা ঢেকেছো ।
ফিরোজ, মগবাজার, ০১/০৯/২০১৯