তোমরা গল্প বলো, আমরা চক্ষে দেখি
জুলুমের বিভীষিকা কী …!
একদিকে স্মৃতি আর শ্রুতি
অন্যদিকে আপন দৃষ্টিতে দেখে নেয়া সময়
ঝুঁকে পড়ে বোধ আর বিশ্বাস আপন দৃষ্টির প্রতি ।
স্মৃতিগুলো শ্রুতিতে গর্বিত অহঙ্কারী
শোষিত, বঞ্চিত, ন্যায়ের পক্ষে উড্ডীন ঝাণ্ডা
দৃষ্টির দেয়ালে কেন কদর্যতার গ্লানি মাখা
ছোপ ছোপ কালিমা ?
ঝুঁকে পড়ে বোধ আর বিশ্বাস আপন দৃষ্টির প্রতি ।
তোমাদের স্মৃতির আধার হতে শ্রুতিরা ভিড় করে
সেতো বেশি দিন নয় - নিপীড়ন, ধর্ষণ, লাশ আর লাশ
দৃষ্টি আমাদের আটকা কেন - জুলুম, লাশ, গুম, প্রহসন, হাহাকার ?
স্মৃতি, শ্রুতি আর দৃষ্টি এখানেই একাকার
ঝুঁকে পড়ে বোধ আর বিশ্বাস আপন দৃষ্টির প্রতি ।
শ্রুতির বাঁকে বাঁকে কোন কোন স্মৃতি
প্রলেপ মেখে করে চক চক
সত্য অতি কঠিন, করে নাতো মাফ
সময়ের ছাঁকনিতে স্মৃতি বলো, শ্রুতি বলো
সব কিছু ধুয়ে মুছে হয়ে যাবে সাফ ।
ফিরোজ, মগবাজার, ৩০/১২/২০১৮