ছন্দ যদি বন্ধ হয়
গন্ধ ছড়ায় না
এই কথাটির দ্বন্দ্বে পড়লে
পুলক জাগায় না ।
কোনো কোনো কাব্যরসে
ছন্দ রাখো জারি
ছন্দহীনা কোনো কাব্য
দীপ্তি ছড়ায় ভারী ।
ছন্দবিনা, ছন্দ দ্বন্দ্ব
বন্ধ হোক তবে
যে যেখানে ছড়ায় আলো
প্রয়োগ করো সবে ।
তাল বেতালে কেনো ছড়াও
তাল বেতালের সুর
ভাবের মাঝে তালের স্রোত
গহীন সমুদ্দুর ।
ফিরোজ, মগবাজার, ১২/০৭/২০১৮