হৃৎপিণ্ডটি ধকধক করছে -
এ মুহূর্তে সে যেন
দরজার সামনে
কিংবা - তাকে যেমন আশা করা যায় -
মধ্যাহ্নের আকাশের পাখিরা
বাতায়নে পৌঁছে গিয়ে ভয়ানক চিৎকারে লিপ্ত
এক ধৈর্যের মহাকাল
এক তোলপাড়ের জঙ্গল।
(সুদানের জনপ্রিয় কবি আল-সাদ্দিক আল-রাদ্দী-এর কবিতার ইংরেজি অনুবাদ ‘Breathless’ অবলম্বনে)
ফিরোজ, দিলকুশা, ০৫/১০/২০২০