দীঘির স্বচ্ছ জলে উল্টে যাওয়া নিখুঁত প্রতিবিম্ব
ডানকে বাম এবং বামকে ডান দেখি
তোমার মধ্যে আমি, তবে তা প্রতিচ্ছায়া
মানুষের সব চোখ একই দেখে - মৌলিক সাত রঙ
রঙে রঙে মিশ্রণে কেবল ভিন্নতা
পৃথিবীর সব আলো নিভে গেলে সকল চোখ কালো দেখে
তবে আপেক্ষিক নয় স্রষ্টার চোখ
বহু জ্ঞান ইন্দ্রিয়ের বাইরে অস্তিত্বশীল
অন্তরের চোখ অবারিত হলে
একটু ভিন্নতায় নতুন কোন বাস্তবতার দর্শন মেলে
দীঘির স্বচ্ছ জলে বিম্বিত অবয়ব
তোমার মধ্যে আমি, তবে তা প্রতিচ্ছায়া ।
ফিরোজ, দিলকুশা, ১৮/০৯/২০১৯