এসব ভাবের ভেদে ডুবতে চাই না
তোমাকে বোঝাবে কে !
গোলামীর মগজে আগাছায় ভরা
ইতিকথা হতে বিচ্ছেদ
শুধুই বিচ্ছেদে …
দিকশূন্য হয়ে হাতড়ে মরে
ফুটো নৌকার নাবিক হয়ে
মাঝ গাঙে ডুবসাঁতার
ভাঙা কেল্লায় আণবিক খায়েশ
উড়িয়ে দিয়ে স্বপ্নের ঝাণ্ডা
দিবাস্বপ্নের হরেক রূপ … !
ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০২০