স্বপ্ন দেখো যেমন
একটি ভাগ করা কবর
একটি পোড়া লাশ
তোমার জন্য চা বানাই
সামান্য যা কিছু আছে তা থেকে
তোমার সাবলীল আয়োজনের জন্য
আমরা আতঙ্কিত হই
বিচ্ছিন্ন হওয়াতে
ইচ্ছে জাগে ছাই হয়ে যাই
(সুদানের জনপ্রিয় কবি আল-সাদ্দিক আল-রাদ্দী-এর কবিতার ইংরেজি অনুবাদ ‘Siesta’ অবলম্বনে)
ফিরোজ, দিলকুশা, ০৫/১০/২০২০