দেহ-সাম্রাজ্যের কর্মীরা আজীবন কর্মচঞ্চল
অযুত-নিযুত-লক্ষ-কোটি পথ মাড়িয়ে
চূড়ান্ত অবসর নিলে
মৃত্যুর পাখা এসে ভিড়ে যায়
জীবনের ঘাটে ঘাটে …
দেহান্দরের কর্মীরা পারিশ্রমিকবিহীন
ওদের খবর নেই, খবর নেয়া হয় না কভু
বারংবার জন্ম নেয় এবং মরেও যায়
ক্রমাগত জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে
সচল থাকে দেহ-সাম্রাজ্য
একদমই নতুন পথে ভ্রমণ মৃত্যুর পাখায় চড়ে
ইন্তেকাল - একাল ছেড়ে পরকালের পথে
সে পথের অবধারিত যাত্রী তুমি-আমি-আমরা
সকলেই …
পথ ও গন্তব্য বড়ই অচেনা - অজানা
ওহির জ্ঞান যা কিছু শেখায় - জানায়
কর্মের মাঝে সে জ্ঞান নিত্য প্রভাবক হোক …!
দেহান্দর = দেহের অন্দর
ফিরোজ, ২২/০৮/২০২১, মগবাজার