পারবে কি, পারবে কি হাতে দিতে চাঁদের ছোঁয়া?
শুধু নিতে পারি, নিতে জানি, দেবার কিছু নেই আমার
পথে পথে ঘুরে ঘুরে খুঁজে ফেরা নীড়
কেটে গেলো হাজার বছর, তবু দিশাহীন তীর
কণ্ঠে ভেসে ওঠে পথের ধুলোর গান
পথ শুধু ক্লান্ত হয়, শেষ নেই চলার
পথ-পাশে কামিনীর শাখে চড়ুই পাখির বাসা
ভারী চঞ্চল টুনটুনি, কোকিলের গান
দৌড়-ঝাঁপ একদল শিশুর, খেলার উৎসব
সূর্যালোকে জনতার মিছিল, অন্ধকারে নির্জনতা
মাঠের একপাশে কুঁড়েঘর, তবু নেই একবিন্দু অবসর
পথের পরে পথ, বিচিত্র আয়োজন
হাট, মাঠ, ঘাট, গ্রাম, শহর, বন্দর, নগরীর ধমনী
ক্রমাগত দোল খায় স্পন্দনে আমার পায়ের
পৃথিবী - গ্রহটির প্রথম পথ ছিল আদম-হাওয়ার
ক্ষুধার আহার নিতে সে পথে চলন
সেই হতে কত-যে পথ তৈরি হলো !
এক ঘর, অন্য ঘর, মাঝখানে পথ
অসংখ্য পথে পথে নিরস্ত সময়ের ভ্রমণ
আজো শেষ নেই, দিশাহীন তীর
কেবল নিতে জানি, পারবে কি হাতে দিতে চাঁদের ছোঁয়া?
শূন্য হাতে দেবার কিছু নেই আমার
ফিরোজ, দিলকুশা, ২১/০১/২০২০