(বব ডিলানের “Death Is Not The End” এর ভাবানুবাদ)

যখন তুমি কষ্টে আর যখন তুমি একা
এবং তুমি একটিও বন্ধু পেলে না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
এবং তুমি শুদ্ধ রেখেছো যা কিছু
পতন ঘটতে থাকে এবং ঠিক হয় না তার কিছু
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
শেষ না, শেষ না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’

যখন তুমি দাঁড়িয়ে আছো আড়-পথে
যা তুমি ধারণ করতে পার না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
এবং তোমার শেষ স্বপ্নও থাকলো না
এবং বাঁক যে কোথায় তাও তুমি জান না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
শেষ না, শেষ না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’

যখন ঝড়ের মেঘ জড়ো হয় চারপাশে
এবং ভারী বৃষ্টি যখন থামলো না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
এবং তোমায় স্বস্তি দিতে কেউ আসেনা
অনুবলের হাত বাড়ায় না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
শেষ না, শেষ না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’

ওহ, জীবনবৃক্ষ বাড়তে থাকে
যেখানে আত্মা কভু নয় হারা
এবং অন্ধকারে ও শূন্য আকাশে
মোক্ষ দ্যুতির তীক্ষ্ণ ধারা

যখন শহরে আগুন জ্বলছে
পুড়ছে মানুষও, নেই কোন সান্ত্বনা
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
এবং তুমি বৃথাই ঘুরলে, খুঁজে পেলে না
নাগরিকের মেনে চলা একটিও আইন পেলে না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’
শেষ না, শেষ না
কেবল মনে রাখবে ‘মরণ শেষ না’

ফিরোজ, মগবাজার, ২৪/০২/২০১৮


Death Is Not The End

WRITTEN BY: BOB DYLAN

When you’re sad and when you’re lonely
And you haven’t got a friend
Just remember that death is not the end
And all that you’ve held sacred
Falls down and does not mend
Just remember that death is not the end
Not the end, not the end
Just remember that death is not the end

When you’re standing at the crossroads
That you cannot comprehend
Just remember that death is not the end
And all your dreams have vanished
And you don’t know what’s up the bend
Just remember that death is not the end
Not the end, not the end
Just remember that death is not the end

When the storm clouds gather ’round you
And heavy rains descend
Just remember that death is not the end
And there’s no one there to comfort you
With a helpin’ hand to lend
Just remember that death is not the end
Not the end, not the end
Just remember that death is not the end

Oh, the tree of life is growing
Where the spirit never dies
And the bright light of salvation shines
In dark and empty skies

When the cities are on fire
With the burning flesh of men
Just remember that death is not the end
And you search in vain to find
Just one law-abiding citizen
Just remember that death is not the end
Not the end, not the end
Just remember that death is not the end