ডাক এলে-
কবিতাকে ফেরানো যায় না কোনভাবে
নিয়ে যাবেই ...!
হঠাৎ এক কণ্ঠস্বরের সম্বোধন
নিশিত রাতের তীব্র শীতে
ঠকঠকে দু-পাটি দন্ত
এ ডাক একবারই শোনা যায়
দিগন্তের মেঘমালায় ভর করে শূন্যতা
শুভ্র পর্বতমালা হয়ে পড়ে ধূলিধূসরিত
আকাশে মুখ করে দাঁড়িয়ে থাকে
উলম্ব তীক্ষ্ণ ধারালো ফলা ...!

আর যদি-
ভয়ের মোলাকাত হয় নির্ভয়ে
উপেক্ষাতে হারিয়ে যায় অপ্রাপ্তির বেদনা
এ ডাক মুমিন হৃদয়ের প্রতীক্ষা
প্রশান্ত আত্মার প্রশান্তিতে ফিরে যাবার সিঁড়ি ...!

ফিরোজ, মগবাজার, ০৩/১২/২০২৪