অনেক আগ থেকে, তারও আগে
তারও বহু বহু আগ থেকে
কর্মঠ কৃষক, কর্মচঞ্চল এক জোড়া বলদ
দুরন্ত লাঙ্গলের ফলা, উর্বর মাটি
জীবন্ত ফসলের মাঠ ...
শীতার্ত কুয়াশার অন্ধকারে
যুগ-যুগান্তর ঘুমিয়ে পড়া হাড়হিম চেতনা
উদ্যোগী কৃষকের অভাবে মৃতপ্রায় ফসলের ক্ষেত
চাষাবাদবিহীন নির্বাক পড়ে থাকা ট্রাক্টর
এখন মৃত ফসলের ক্ষেত
সেখানে ভেসে ওঠে ডাইনোসরের ফসিল
একটু টোকাতে বাতাসে দোলা দেয় শব্দ
জেগে ওঠে না কেউ অচেতন গহ্বরে
অনাদিকাল ঘুমিয়ে আছে ডাইনোসরের আত্মা!
লোকালয়ে কে তাকে টেনে আনবে?
কে তাকে জাগাবে?
- কোন এক প্রভাতের প্রথম রাঙিয়ে দেয়া আলো?
কোন এক গনগনে দ্বিপ্রহরের প্রখর সূর্যতাপ?
সমুদ্রে তৈরি হওয়া কোন এক প্রচণ্ড সাইক্লোন?
কিংবা-
মধুর বাঁশরীর কোন মোহনীয় সুর?
কোন কল্লোলিত সরোবর?
নাকি-
রুচির দাবানল?
অমাবস্যার ঘনঘোর অন্ধকারের বীভৎস চিৎকার?
ফিরোজ, মগবাজার, ১৮/০৭/২০২৩, সকাল ৭.৩০