রাত দুপুরে ডাহুক ডাকে
একাকী এক ঝোপে
কেউ যেন নেই আপন তারই
কার কাছে দেয় সঁপে?
বিরহ তার নিত্য বেলা
ভাঙ্গা মনের গান
প্রেম বিহনে দিন কাটে তার
ভীষণ অভিমান।

শূন্য বুকের ডাহুক তুমি
কিসের এতো মান?
স্রষ্টা তোমার বুকের ভিতর
দহন অবসান।
প্রেমিক মনে প্রেমের সানাই
বাজলো অনুদিন
যায় ভুলে যায় ভেদ ভেদাভেদ
খোদার প্রেমে লীন।

ফিরোজ, মগবাজার, ০৩/০৫/২০২৪