সাগর থমকে গেল, থেমে গেল ঢেউ
অশনি জানান দিল ইশারাতে কেউ
অপার্থিব আগ্রাসনে বুকে ওঠে ব্যথা
জাপটে ধরে কলিজা মৃত্যু নীরবতা।
চোখের ভিতরে ভিড় করে আছে ভয়
জটাচুল আগন্তুক ভালো কিছু নয়
ঘূর্ণিবায়ু কালো ছায়া ঘিরে ধরে বন
সমুখের ঘোলা জলে অচেনা বদন।
অন্ধকারে ভরে খাঁজ গভীর গহন
সবুজ পাতায় ঝাঁকি তীব্র আলোড়ন
ঊর্মিমালা ফণা তোলে, ডুবে যায় কূল
বিষাদে গন্ধ হারায় সুরভিত ফুল।
আচম্বিত চিৎকারে ফেটে গেলো বায়ু
এই বুঝি শেষ হলো সকলের আয়ু।
ফিরোজ, মগবাজার, ২৪/১১/২০২৪