লাশটি বিদ্যুতায়িত
হাত-পা ছড়িয়ে চিৎ হয়ে শুয়ে আছে
শোকের স্পর্শেও ঝাঁকুনি মারে
কান্নায় কার গলা মোটা, আওয়াজ বেশি
আশপাশে সে-সবের সূক্ষ্মাতিসূক্ষ্ম তদন্ত
ভীষণ অস্থিরতায় ধাতব হ্যান্ডকাফ
তালিকা ধরে ধরে গরাদে ভরবে
ভিজুয়াল পাতাতেও
অসংখ্য ডিজিটাল চোখের আনাগোনা
বেফাঁস মন্তব্যে সাংঘাতিক অগ্নিশর্মা
আইনের ঝুলি ভারী নির্মম-কঠিন
ভয়ানক ব্যগ্রতা গারদের
প্রতিশ্রুত ডিজিটাল উপহারে
মিত্রপক্ষ অতিশয় পুলকিত
আর নাগরিকেরা
ক্রমাগত বিদ্যুতায়িত লাশের কবলে ।
কার যেন অন্তরে লুক্কায়িত
প্রতিশোধের ছাইচাপা ধিকিধিকি আগুন
হিংসালু মহানন্দে উসখুস-উন্মুখ
চূড়ান্ত শোকসভা আয়োজনের অপেক্ষায় … !
ফিরোজ, মগবাজার, ১৪/০৯/২০১৮