মুখে মুখে বড় কথা বলো
তুমি-তো মিয়া আদব-কায়দা শেখোনি
কর্পোরেট আচরণ জান-না, বোঝ-না … !
প্রতিষ্ঠানের স্বার্থ দেখো মিয়া …
ঠিক বলেছেন স্যার
গোস্তাকি মাফ করবেন স্যার
জি স্যার … জি স্যার …
ঠেলে ঠেলে অনিয়ম অসঙ্গতির ভিড়
আপেক্ষিক সততায় তবুও
জি স্যার … জি স্যার … !!
ফিরোজ, পুরানা পল্টন, ২০/০৯/২০১৮