জ্বী স্যার, জ্বী …!
আমি যেমন কর্পোরেট চাকুরে
প্রতিবাদের শব্দ জানা নেই
শব্দগুলো কণ্ঠে আটকে গিয়ে কাঁটার মতো বিঁধতে থাকে
পরিপাকতন্ত্রে হজমের পর
হাওয়া হয়ে উড়ে যায়
আমি যেমন কর্পোরেট চাকুরে
মাথা পেতে হুকুম তামিলে জুড়ি নেই
মাঝে মাঝে কিছু শব্দ বিবেকের দেয়ালে কষাঘাত করে
কেটে যাওয়া ধমনীর মতো
ঝরে পড়ে সব অনুশোচনা ।
জ্বী স্যার, জ্বী …!
আমি যেমন কর্পোরেট চাকুরে
আজ্ঞা ভঙ্গ করার সাহস করে না
খাঁচায় আটক ব্যাঘ্র শাবকের ন্যায়
অন্দরে রুষ্টতার কম্পন বিনা চিহ্নে বশীভূত করে
আমি যেমন কর্পোরেট চাকুরে
হায়রে স্বপ্নের চাকুরি …
এবং স্বাধীনতা …!!
ফিরোজ, দিলকুশা, ১৭/০৯/২০২০