চোরায় চোরায় সময় বিভোর
বেগুন চোরার ফাঁসি
তাইনা দেখে হাসতে থাকে
ফাইল চোরার মাসি ।
ক্ষুধার জ্বালায় সেই ছেলেটা
খাবার করলে চুরি
ক্রোধ অনলে হয় বেসামাল
টুঁটি চেপে ধরি ।
পকেট মারের কপাল মন্দ
মুখে পড়ে ঘুষি
ঘুষের আবদার মিটে গেলে
শুল্ক চোরা খুশি ।
আসন চোরা বসন পাল্টে
কাসুন্দি তার মুখে
আন্ধা হয়ে মাছি পড়ে
নয়ন চোরার মুখে ।
আহা !
আমিও চোর তুমিও চোর
চোরায় চোরায় সময় বিভোর !
ফিরোজ, মগবাজার, ১৭/১০/২০১৮