সেই কতো যুগ আগে চোখ খোলা ছিল !
চোখে ভাসতো দুঃখ সুখের সকল দৃশ্য, অতঃপর
ক্লোরোফর্মের অচেতনতায় ঘুমিয়ে পড়া
স্থবিরতার অচেতন ঘোরে ঘুরেফিরে
সেই দৃশ্য পুনঃপুন, আত্মতৃপ্তির বিভোরতা ।
অথচ ইতোমধ্যে
ঘড়ির কাঁটায় অনেক যুগ অতীত
কতো পানি ঘোলা হলো, কতো পানি ঘোলা হয় !
কতো মাটি খোঁড়া হলো, কতো মাটি খোঁড়া হয় !
দিকচিহ্নের নির্ঘণ্ট-অভিধানে কতো হাত !
দিকহারা মূল্যবোধের অনুশীলন
অপুষ্ট ফলের বৃন্তচ্যুতি, দিশেহারা সময়
এখন খাদের কিনারে দাঁড়িয়ে
তবুও ক্লোরোফর্মের আত্মতৃপ্ত-সুখে
নজর এড়িয়ে সব যেন দৃষ্টিসীমার বাইরে !
ফিরোজ, মগবাজার, ১৬/০৩/২০১৮