প্রথম প্রজন্ম –
সংগ্রামে সংগ্রামে কেটে যায় সময়
তারপর স্বাধীনতা, বেহাল শাসনের ক্রান্তিকাল
দুঃশাসন, দুর্ভিক্ষ, জন-অসন্তোষে বেলা বয়ে যায়
তখনও মুখে মুখে রাষ্ট্র গড়ার অঙ্গীকার
দ্বিতীয় প্রজন্ম –
সাময়িক আলোর ঝলকানি
অতঃপর অযোগ্যের শাসন, মতলববাজের দুর্বিনীত দুর্নীতি
বিধি-শৃঙ্খলার পাশ কাটানোর প্রতিযোগিতা
প্রতিটি প্রতিষ্ঠানের ভিত ভেঙ্গে ফেলার আয়োজন
দেশটি রাষ্ট্র হয়ে উঠতে পারলো কই?
তৃতীয় প্রজন্ম –
কিছুটা যোগ্যতর, তবে বিভেদের বিষে বিষে
দেহটা নীল বর্ণ, মগজের কোষে কোষে ঘৃণার বসতি
কথিত চেতনায় খণ্ডিত বিখণ্ডিত
নিপীড়ন, অধীনতা, অবিচার, বিভীষিকা
দুঃশাসনের কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ
একতার অভাবে গড়তে পারলো কই?
প্রতিষ্ঠানের ভিতগুলো হাওয়ায় মিলিয়ে অস্তিত্বহীন
চতুর্থ প্রজন্ম –
বইতে বইতে পঞ্চাশ বৎসর চলে গেল
কিলবিল একঝাঁক প্রাণ, অথচ অতি ক্ষুদ্র একখণ্ড ভূমি
হে চতুর্থ প্রজন্ম!
তোমরা ভারী অসহায় অভিভাবকহীন
ভুলে যাও নীতিহীন পূর্ব পুরুষ-পূর্ব প্রজন্মের ইতিকথা
দুর্গন্ধের বর্জগুলো দলা মুচড়িয়ে ভাগাড়ে ফেলে দাও
প্রথম থেকে সবকিছুর শুরু হোক
নবমানে নবরূপে গড়তে হবে
আমরা পূর্ব প্রজন্ম পারিনি, আমরা লজ্জিত - ক্ষমাপ্রার্থী ...
Towards The Fourth Generation
First generation -
Time was spent in struggle
Then came to independence, the transitional period of muddled regime
The days passed with misrule, famine, public discontent
Even then there was a promise by word of mouth to build the state
Second generation -
The light was flashing momentarily
Then there was the rule of incompetent, the ill-bred corruption of the greedy
All compete to bypass the law and order
They arrange to break the foundation of every institution
Where did the country become a state?
Third generation -
Somewhat it has better quality, but the body is blue for the
poisons of divisions, there are hatred’s clusters in the brain’s cells
It has broken - divided for the so-called senses
It is the oppression, subjection, injustice, dismay
The sky is covered with black clouds of misrule
For the lack of unity, where it can be built up?
In the air, it has vanished the foundations of institutions
Institution has no existence
Fourth generation -
In the elapse of time, the fifty years have passed away
The lives are crowding in flock, but a very small piece of land
Oh, the fourth age group!
You are very lonely and guardian-less
Forget the stories of immoral pre-male and pre-generation
Throw out the foul-smelling-waste in dumping ground
Let everything start from the beginning
It has to be rebuilt of values in a new way
We the pre-generation couldn’t do, we are ashamed
We are asking for forgiveness ...
ফিরোজ, মগবাজার, ৩০/০৩/২০২১