অন্ধ হয়ে যুগ কেটেছে
ভাব নিয়ে সব কানা
এখন ভারী সুশীল সেজে
ভাবের বেচা কেনা ৷
গর্ত হতে বের হয়ে আজ
কোরাস হুক্কাহুয়া
বদ হজমে পেটের পীড়া
ছাড়ছে কেবল হাওয়া ৷
আয়না ঘরে শিকল নড়ার
পায়নি শব্দ কানে
দোরে কড়ার শব্দ শুনে
সুর ধরেছে গানে ৷
সাপ ও ব্যাঙের বিষের লিখন
তখন হয়নি পড়া
পিঠ ও পেটে চিমটি খেয়ে
এখন নড়াচড়া ৷
ফিরোজ, মগবাজার, ১৬/০৮/২০২৪