দিনলিপি কেমন জানি স্থির হয়ে গেল
টিক টিক, টিক টিক অস্থির আওয়াজে
ঘড়ির কাঁটা অব্যাহত ঘুরতে থাকে
তবুও স্থবিরতা গ্রাস করে আটপৌরে সময়কে
ফুটো নৌকার মাস্তুলের মাথায়-
প্রতিদিনের সূর্য ওঠে
তা ডুবেও যায় আহ্নিক গতিতে
একটু একটু করে ডুবতে থাকে নৌকা
এমন সূর্য উঠুক আর ডুবুক, তাতে কি …
অন্ধকারের কালো ছায়ায় খেয়ে ফেলে আলো ও প্রভাত
কুয়াশায় ঢেকে থাকা প্রতিটি বারান্দায়-
দৃষ্টিগুলোও থেমে যায়
এমনই এক চড়ুই পাখির উপাখ্যান
প্রতি মুহুর্তের পিনপতন শব্দেও-
আতঙ্কে কেঁপে ওঠে জনপদ …!!!

ফিরোজ, মগবাজার, ১০/০৬/২০২৪