ছল করে গিয়েছিলাম কাছাকাছি
গুপ্ত ছিল নিরীক্ষণের চোখ ও অন্তর
পর্যবেক্ষকের ছল-নজর
কথা হলো, পাশে গেলাম
দিন গেলো, কাছে গেলাম
কথা বললাম, পাশে এলো সে
অগোচরে দেহে জড়ালো আসক্তির চাদর
দূরে সরতে আরো কাছে
পালাতে গিয়ে চাদরে পড়ে টান
যতবার চাই - সরে যাবো, ভুলে যাবো
সে যেনো সংগোপনে জড়িয়ে ধরে আরো
নীরবে-নিভৃতে ছিদ্রপথে ঢুকে পড়ে
গভীর হতে নির্জন গহীনে
ফিরোজ, মগবাজার, ১০/০১/২০২০