সাদা মেঘের ভেলায় শ্বেত পাথরের শুভ্রতা
কালো কাদার জলাশয়ে পানির বর্ণে রুগ্নতা
বাহনের প্রভাব বাহিতে ধারণ
আচারে নির্বিচার বাহনই কারণ
অধীনতা, পরাধীনতা
অতঃপর স্বাধীনতা, গড়িয়ে গেলো অনেক কাল
আপন সমৃদ্ধ ঐতিহ্য, ঐশ্বর্য, চৈতন্য, মহিমা
এখনো ফেরেনি সুসময় সেই কালের
ইউটোপিয়ান ইন্টেলেকচুয়াল মদিরে নেশাগ্রস্ত
কোমর বাঁকা বয়ানগুলো
ঘৃণার চাদরে মুড়ে দেয় চারপাশ
কেবলই বিভক্ত করে মস্তিষ্কের কোষগুলোকে
খণ্ডবিখণ্ড করে দেয় চেতন
অবচেতন চিন্তনে ঔপনিবেশিক প্রভুর শাসন
ভুলে গেছি আপন সোঁদা মাটির সৌরভ
আপন কীর্তিগুলো স্মৃতি হতে মুছে গেছে
আগামীর লক্ষ্যপথ হতে চ্যুত
সময়কে ধারণে বড়ই উদাসীন
এখনো যেনো বহির্গত প্রভুর ইশারায় নত!!
ফিরোজ, মগবাজার, ২০/০১/২০২১