হঠাৎ করে মনে হলো
চেতনার রঙটাকে খুঁজে দেখা যাক
আসলে চেতনার রঙ কী
রঙে রঙে ঢেকে গেছে চেতনার খোলস
তার রঙ বুঝি সাদা, নাকি নীল
নাকি হলুদ কিংবা লাল !
কোটাতে আটকে গেছে চেতনার স্বরূপ
অতঃপর কতিপয় সিংহপুরুষের প্রতি
ফুটফুটে কন্যা সন্তান দানের আশীর্বাদ !
ফিরোজ, মগবাজার, ০৫/০৭/২০১৮