পবনে নাচে ঝালর সাদা কাশফুল
গগনে তুলোর মেঘে পরে নাকফুল
কবরী দোলায়ে মালা শেফালি বকুল
আঁধারের রঙে কালো পরিপাটি চুল ।
বিরহী উতলা আঁখি অধীর আকুল
লুকায়ে বরণ ডালা মননে অতুল
দয়িত প্রবাসী প্রিয়ে অবশেষে মিল
বসন্ত বিহগী সুরে ঠোঁটে আঁকে তিল ।
বহুদিন প্রতীক্ষার অবসান পরে
অনাবিল হাসিমুখ ফিরে এলো ঘরে
আনত বদনে তার লাজ রাঙা সুখ
পরিবার পরিজনে আমোদিত মুখ ।
অভাগী নসিবে তার সুখ নেই হায়
মহামারী বেদনাতে শেষ করোনায় ।
ফিরোজ, মগবাজার, ২৯/০৩/২০২০