অপরূপ বুনোফুল হাসি ভরা মুখ
বহুরূপী বহতায় সীমানা হারায়
ছড়ানো বরণডালা করে না বিমুখ
আবেশি আকণ্ঠ জলে ডুবে গেছি হায়
হেঁটে যায় দুলে দুলে সমৃদ্ধ সমুখ
বনলতা কুঞ্জে কুঞ্জে গাহে গুনগুন
ভৈরবী বাঁশরী সুরে ভরে নাকো মন
মোহময় স্পর্শ মাখি আহা কী-যে সুখ ।
ফিসফিস কানাকানি দেখো চারিধার
বুনোফুল অভিসারে অতি-যে গোপন
চমকিত বনবীথি আপ্লুত অপার
নিশিদিন তারে লয়ে দেখি-যে স্বপন
খুঁজে ফিরি ঠিকানা সে বিতল মনের
বুনোফুলে মনগাঁথা কতো-যে আপন ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৬/০৫/২০১৭