বৃষ্টি ঝরবে বলে আশার মেঘ জমেছিল আকাশে
বৃষ্টি ঝরবে - বৃষ্টি, ভিজে যাবে পবনের বীণা
তারপর রঙের চাদর জড়াবে ইন্দ্রধনু
আর্দ্রতায় উর্বর প্রাণ, একটুখানি অন্যরকম
কোমল মাটির গন্ধ, ফুলের গুচ্ছ হাতে সুরভি
শাপগ্রস্ত কলঙ্কিত শহরের ভিড়ে হঠাৎ হারিয়ে গেলো
ভাতের থালায় ওঠে পূর্ণিমার চাঁদ
আসমানের নক্ষত্রেরা ছুটে এসে বসে পড়ে কোলে!

বৃষ্টি ঝরবে বলে আশার মেঘ জমেছিল অন্তরীক্ষে
বৃষ্টি ঝরবে - বৃষ্টি, ভিজে যাবে হৃৎপিণ্ডের সবগুলো প্রকোষ্ঠ
বিপুল সমারোহে কোন এক শুভক্ষণে!
হায়! অকূল উদধিতে পাথরের তরঙ্গ
ডুব সাঁতারে পালিয়ে যায় মহাজন
তারপর! তারপর সবকিছু টেনে নেয় কৃষ্ণগহ্বর
আশা, ভালোবাসা, প্রেম এবং যা কিছু ছিল ...!!!

ফিরোজ, মগবাজার, ২০/১১/২০২৪