তোমার বয়স হয়েছে ঠিক
ঘাওড়ামি ও মূর্খতাতে
হারিয়ে ফেলো দিক ৷
তুমি কেমন ত্যাড়া রে ভাঁড়
নোংরামি ও মিথ্যা কথায়
বাঁক নিয়েছে ঘাড় ৷
ওরে ও ! মিষ্টি সোনারচাঁন
কেবল তুমি ছুড়তে থাক
রুষ্ট কথার বাঁণ ৷
তোমার দুষ্টু স্বভাব ভারী
বন্ধ চোখে অন্ধ কথায়
জনম হবে পারি ৷
তিতায় পেটের বালাই সারে
মিঠাই কাটায় কষ
দুষ্টু কর্ম দাওনা ছেড়ে
ফিরিয়ে আনো হুঁশ ৷
ফিরোজ, দিলকুশা, ২৪/১০/২০১৮