ফাঁসির দড়িতে ঝুলিয়ে কল্লাটা ছিঁড়ে ফেলো
রক্তের ছায়া পড়ে দৃষ্টির আলোতে
জুলুমের ইতিকথা লেখা হয় সে ছায়ার কালিতে
পরিজনের সামনে থেকে
জবরদস্তি তুলে এনে গুম করো
বঞ্চিত প্রজন্মের হাহাকার-ক্রন্দনে
তোমাদের ধ্বংস কথিকার পাঠ হয়
এখন বড়শিতে গেঁথে আছে সময়
ছিঁড়ে গেলে সুতা
পানিতে ফুঁসে ওঠে আহত মাছেদের পাগলা ঢেউ
ঢেউয়ে ঢেউয়ে সুনামি জলোচ্ছ্বাস
কেবল চিহ্ন ফেলে যায় জনপদে
আন্দোলিত, উৎফুল্ল, উচ্ছলিত অধিবেশন
নতুন কোন তারকার উপবেশন
নিক্তির দণ্ড ঘুরে যায়
জুলুমের উদ্ধত চাকা পুনরায় ঘুরতে থাকে
সময়ের সড়কে পড়ে থাকে নিপীড়নের নিশানা
আবার লেখা হয় ইতিকথা
পাঠ হয় ধ্বংস কথিকার
কিছুটা সময় আবার গেঁথে যায় বড়শিতে
আমাদের ভাগ্য কেনো
অবাঞ্ছিত সময়ের রজ্জুতে বারবার বাঁধা পড়ে … ?
ফিরোজ, মগবাজার, ২৮/০৩/২০২০