বরং একলা আছো, একাকীই থাকো
জনে জনে গল্প বলে কি লাভ হবে?
কোন এক তির্যক কোণ হতে একটুখানি সমবেদনা!
কিংবা কিছুটা করুণা …!
বরং ব্যক্তিত্বের কলিজা ছিঁড়ে রক্ত ঝরুক
রক্তের ফোঁটায় ফোঁটায় ভিজে যাক-
থেঁতলানো আপন অস্তিত্ব
ঐ টকটকে লাল লহু অবধি-
একলা আছো, একাকীই থাকো
রক্তের ধারা বেয়ে পথ চলো একেলা।
পথ শেষে কোন এক গৃহের আঙিনায়
পৌছে গেলে কি করবে?
না না, নাচতে গিয়ে ঘোমটা টেনো না, বরং
শিঞ্জিনী-নাকাড়ার ছন্দে, বাজুবন্ধ-ঘাগরার দোলানিতে
কাঁপন তোল, যৌবনের ভূমিকম্পে-
সব কিছু তছনছ
ভাঙ্গনের পর ঠিকই সামনে পাবে
কোন এক নতুন দিগন্ত।
তুমি কি দিগন্তের পানে অনন্তর ছুটতে থাকবে?
না না, একা আছো, একেলাই ভালো
হৃৎপিণ্ডের ক্ষরিত খুনের কথা জনে জনে বলে কি হবে?
একাকীত্ব ভারী সুন্দর
নিজের সাথে নিজের কথোপকথন সেও বড় সুন্দর …!
ফিরোজ, মগবাজার, ০৫/০৫/২০২৪