তোমার বড় অভিযোগ
একদম সময় দেই না তোমায়
অথচ অফিস, ঘর আর তোমাদের নিয়েই
দিন-রাতের বেলা বহে আমার !

তুমি বলো - মোটেও কাছে আসি না
অথচ আটপৌরে পোশাকের মতোই
শুধু তোমারই গতরে লেপটে থাকি !

তোমার ভারী ক্ষোভ
একটুও ভালবাসি না তোমায়
অথচ কেবলই তুমি আর সন্ততি
এই-ই ভালবাসার রাজ্য আমার !

কতটা নিষ্ঠিত হলে যে - সময় দেয়া হবে
কতটা ঘনিষ্ঠ হলে যে - কাছে আসা হবে
কতটুকু বাসলে ভালো ভালবাসা হবে
আজো তা বুঝে উঠতে পারিনি !

নির্মল-নির্মোহ ভালবাসা পেতে
বড্ড মন চায় আমার !!!

ফিরোজ, দিলকুশা, ২৫/০২/২০১৭