কারো কারো বুলি তোরা প্রগতিবিরুদ্ধ
অন্ধকার জগতে তোদের বিচরণ
কারো-বা মুখে ওঠে কঠিন স্বর
তোরা পাপী-তাপী জাহান্নামের কীট ।
চিন্তা-পর্যালোচনার দোয়ার বন্ধ করে
গোঁড়ামি তালায় যে যার বলয়ে আটক
ওরা প্রগতির আলোয় আলোকিত দাবিদার
অথচ বদ্ধ চিন্তার আঁধারে হাবুডুবু খায়
আর তারা মূল্যবোধের ফেরিওয়ালা
অথচ ন্যায়ের বালখিল্য বিচারে আটক ।
আরে ভাই! বলয় ছিন্ন না হলে
বাধা পায় নির্মল বায়ু প্রবাহ
স্বচ্ছ পানির ধারায় অবগাহন হয়না
খোঁজা, বোঝা, দেখা
এবং চলতে থাকা সঠিক পন্থার অভিমুখে ।
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৯/০৬/২০১৭