(বব ডিলানের গান “Things Have Changed”-এর ভাবানুবাদ)

ভারী উদ্বিগ্ন এক চিন্তামগ্ন মানুষ
সামনে নেই কেউ, আর পিছনে শূন্য কলস
কোলে আমার এক নারী, পানরত শ্যাম্পেন
গাত্রে সাদা চামড়া, আততায়ীর চোখে চাহন
আকাশরঙা নীলকান্তমণিতে নিজেকে অন্বেষণ
উত্তম পোশাকে সাজ, অপেক্ষা, শেষ গাড়িটা কখন

ফাঁস নিয়ে আমি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে
আশা করছি নরকযন্ত্রণা সহসা যাবে পালিয়ে

খেপাটে মানুষ, আর সময়ের এক অদ্ভুত কলরব
বড় শক্ত-আঁটা ফাঁসে, লক্ষ্য হারানো বিষণ্ণ অনুভব
আমার প্রচেষ্টাতে অভ্যেস, তবে বদল হয়েছে সব

এ জায়গা আমার করছে না কিছু ভাল আর
আমি ভুল শহরে, সময় হলো হলিউডে যাবার
একটিমাত্র সেকেন্ড, ভাবলাম, দেখলাম কিছু হয়
নাচের পাঠ চলে, চলে জিতবার্গ র‌্যাগের আসর
সংক্ষেপিত পথ নয়, পোষাক হেঁচড়ে টানার
এক বোকাই কেবল ভাবে যেন কিছু প্রমাণ হয়

সাঁকোর নিচে অনেক পানি জমা, অন্য অনেক অনুগামী
জেগে উঠোনা ভদ্রলোক, কেবল পাশ দিয়ে যাচ্ছি আমি

খেপাটে মানুষ, আর সময়ের এক অদ্ভুত কলরব
বড় শক্ত-আঁটা ফাঁসে, লক্ষ্য হারানো বিষণ্ণ অনুভব
আমার প্রচেষ্টাতে অভ্যেস, তবে বদল হয়েছে সব

মন্দ পথের বাঁকে আমি চল্লিশ মাইল পার হয়েছি হেঁটে
যদি বাইবেল ঠিক হয়ে থাকে, বিশ্ব যাবে ফেটে
নিজ ক্ষমতার সুযোগ হতে সব চেষ্টায় থেকেছি দূরে
কিছু জিনিষ ভীষণ গরম অনুভব-স্পর্শতে
মানব মন কেবল পারে শক্ত হয়ে দাঁড়াতে
হারানো একটি হাত নিয়ে থাকে বিজয় বহুদূরে

প্রথম দেখা নারীর প্রেম যেমন অনুভবে তনুমন
এক ঠেলাগাড়িতে রেখে তার পথে পথে পরিভ্রমণ

খেপাটে মানুষ, আর সময়ের এক অদ্ভুত কলরব
বড় শক্ত-আঁটা ফাঁসে, লক্ষ্য হারানো বিষণ্ণ অনুভব
আমার প্রচেষ্টাতে অভ্যেস, তবে বদল হয়েছে সব

আমি সহজে আঘাত পাই, ঠিক পারি না দেখাতে তা
কাউকে আঘাত করতে পার, যদিও জানা হয় না তা
পরের ষাটটি সেকেন্ড, সে অনন্তকাল হতে পারে
ধীরে ধীরে নিচে যাও, আবার আকাশে উড়ার তরে
বিশ্বের সব সত্যের যোগফল, বড় এক মিথ্যা টলাতে পারেনি
আমি এক নারীকে ভালোবাসি সে যদিও নিবেদন করেনি

জনাব জিন্ক ও জনাবা লুসি - ঝাঁপিয়ে পড়ে নদে
মোটেও ব্যগ্র নই, আমি তেমন ভুল করব পড়ে ফাঁদে

খেপাটে মানুষ, আর সময়ের এক অদ্ভুত কলরব
বড় শক্ত-আঁটা ফাঁসে, লক্ষ্য হারানো বিষণ্ণ অনুভব
আমার প্রচেষ্টাতে অভ্যেস, তবে বদল হয়েছে সব


Things Have Changed

WRITTEN BY: BOB DYLAN

A worried man with a worried mind
No one in front of me and nothing behind
There’s a woman on my lap and she’s drinking champagne
Got white skin, got assassin’s eyes
I’m looking up into the sapphire-tinted skies
I’m well dressed, waiting on the last train

Standing on the gallows with my head in a noose
Any minute now I’m expecting all hell to break loose

People are crazy and times are strange
I’m locked in tight, I’m out of range
I used to care, but things have changed

This place ain’t doing me any good
I’m in the wrong town, I should be in Hollywood
Just for a second there I thought I saw something move
Gonna take dancing lessons, do the jitterbug rag
Ain’t no shortcuts, gonna dress in drag
Only a fool in here would think he’s got anything to prove

Lot of water under the bridge, lot of other stuff too
Don’t get up gentlemen, I’m only passing through

People are crazy and times are strange
I’m locked in tight, I’m out of range
I used to care, but things have changed

I’ve been walking forty miles of bad road
If the Bible is right, the world will explode
I’ve been trying to get as far away from myself as I can
Some things are too hot to touch
The human mind can only stand so much
You can’t win with a losing hand

Feel like falling in love with the first woman I meet
Putting her in a wheelbarrow and wheeling her down the street

People are crazy and times are strange
I’m locked in tight, I’m out of range
I used to care, but things have changed

I hurt easy, I just don’t show it
You can hurt someone and not even know it
The next sixty seconds could be like an eternity
Gonna get low down, gonna fly high
All the truth in the world adds up to one big lie
I’m in love with a woman who don’t even appeal to me

Mr. Jinx and Miss Lucy, they jumped in the lake
I’m not that eager to make a mistake

People are crazy and times are strange
I’m locked in tight, I’m out of range
I used to care, but things have changed