ও ভাই শুনুন জব্বর খবর
‘না বোঝাটা’ একটা কথা
‘না বুঝে কেউ জাহির করলে’
তাইলে সেটা কি-তা?
এক কাঁঠালের কয়টা বীচি
গনন ছেড়ে চর্চা যেথা
সে বীচিতে গাছ গজিয়ে
ভাঙ্গে কাঁঠাল মাথা ।
আমার ঘরে বড্ড গলদ
সে একখানা দুঃখ কথা
সবাই তখন দাঁত কেলিয়ে
তৃপ্তি খোঁজে সেথা ।
বোধের বাক্সে ঘাটতি হলে
পূরণ কর্ম ভীষণ কঠিন
হিসাব কিতাব নয়তো মেলে
বাক্স খালি যখন ।
ফিরোজ, মগবাজার, ২৬/১০/২০১৮