দু-হাত পেতে দিলাম এবার
আরো দাও, উজাড় করে দাও
সপ্তগাঁওয়ের ভৈরব নদ, ভাঙে তীর
ঢেউ খেলা ঢেউয়ের বুকে দোলে নাও

যদি ভিখ মাগি এক সমুদ্রেরও বেশি
দিও, তারও বেশি দু-হাত বাড়িয়ে
তাকিয়ে দেখো জানালার ফাঁক গলে
নীলাকাশ এক পায়ে দাঁড়িয়ে

বাতাসের ঢেউয়ে কাঁপে, কেঁপে ওঠে সবুজের মাঠ
গোধূলির আলোকিত সুরভী, ঐ রাঙা গোলাপের ঠোঁট
দাও, আরো দাও খিলখিল হাসিভরা মুখ
নাচে উদ্ভিন্ন উর্বশী, আপ্লুত ফসলের বুক

দিগন্তের ওপারে ভালোবাসার নীড়
প্রতীক্ষাতে তোমার আমার গাঁও
দু-হাত খুলে উজাড় করো এবার
দাও, দাও, আরো দাও
  
ফিরোজ, মগবাজার, ০৪/০৭/২০২২