(Bob Dylan’s Dream এর ভাবানুবাদ)

পশ্চিমে যাওয়া এক ট্রেনে যখন চড়ি
আলস্যে আমি শ্রান্তিতে ঘুমিয়ে পড়ি
এক বিষণ্ণ স্বপ্ন দেখলাম
কাছের কিছু বন্ধু এবং নিজেকে সেথায় পেলাম

অর্ধ বোজা চোখে ঘরটিতে তাকিয়ে রইলাম
সেখানে আমরা অনেক বিকাল কাটালাম
একসাথে সেথায় অনেক ঝঞ্ঝা পেরিয়ে গেলাম
ভোরের সূর্যাবধি হাসলাম এবং গাইলাম

পুরোনো কাঠের চুলাতে আমাদের হ্যাট ঝুলানো ছিল
কথা হচ্ছিল, গান হচ্ছিল
ছিল না কোন তাড়া এবং আমরা পূর্ণ তুষ্ট ছিলাম
ভিন্ন জগতের কথা বললাম এবং মজা করলাম

গরমে-ঠাণ্ডায় অন্তরে অবিরত
কখনো ভাবিনি কেউ হবো বয়সি বৃদ্ধ তত
‘টিকে থাকবো অনন্ত রসিকতায়’ ভাবনা ছিল সেদিক
তবে নিয়তি আমাদের বলল ‘এক লক্ষে এক’

সাদাকে কালো বলা ‘সেটা বেশ সহজ ছিল’
ঠিককে ভুল বলা ‘সেসবও সহজ ছিল’
এবং আমাদের বিকল্প ছিল সীমিত এবং কেঁপে ওঠেনি ভাবন
আমাদের ঘুরে আসা পথটি কেবল ভেঙ্গে হলো খানখান

কত বছর পার হয়ে চলে গেছে
এবং অনেক জুয়া হেরে গেছে - জিতে গেছে
এবং অনেক বন্ধু কত-না পথে চলে গেছে
এবং আবার কাউকে কখনো দেখতে পারা গেছে

প্রার্থনা করি, প্রার্থনা করি, আমি প্রার্থনা করি বৃথা
আবারও সেই কক্ষ, যদি বসতে পারতাম তথা
একটি হ্যাটের বদলে দশটি হাজার টাকা
খুশি হয়ে দিতে পারি সব, জীবন কেবল তেমন খুশিতে থাকা


Bob Dylan’s Dream

WRITTEN BY: BOB DYLAN

While riding on a train goin’ west
I fell asleep for to take my rest
I dreamed a dream that made me sad
Concerning myself and the first few friends I had

With half-damp eyes I stared to the room
Where my friends and I spent many an afternoon
Where we together weathered many a storm
Laughin’ and singin’ till the early hours of the morn

By the old wooden stove where our hats was hung
Our words were told, our songs were sung
Where we longed for nothin’ and were quite satisfied
Talkin’ and a-jokin’ about the world outside

With haunted hearts through the heat and cold
We never thought we could ever get old
We thought we could sit forever in fun
But our chances really was a million to one

As easy it was to tell black from white
It was all that easy to tell wrong from right
And our choices were few and the thought never hit
That the one road we traveled would ever shatter and split

How many a year has passed and gone
And many a gamble has been lost and won
And many a road taken by many a friend
And each one I’ve never seen again

I wish, I wish, I wish in vain
That we could sit simply in that room again
Ten thousand dollars at the drop of a hat
I’d give it all gladly if our lives could be like that