এ নগর - নিত্যদিনের নগর
ঝঞ্ঝাটে ক্লান্ত দিনলিপি, বিবর্ণ মানবতা
ক্রমাগত স্খলনে নীতিধর্ম শীর্ণকায়
চোখ বুজে এড়াতে চাই
ঝালাপালা সদ্য স্মৃতি, বড় বেশি বিস্বাদের
বারংবার ডুবে যাই
ডুবে যেতে হয় বিস্মৃতির অতলে
বিস্মৃতি এক নেয়ামত বটে।
অতঃপর এ শহরের ক্যানভাস
চাষীর সদ্য ছড়ানো কীটনাশক
সবজি মাচার তলে ঢলে পড়া পোকা-ইপল্যাকনা বিটল
মহাপ্লাবনের নির্মলতা
নুহের কিস্তিতে চড়ে নতুন সূচনা
নবোদয়ে নতুন বসবাস …।
ফিরোজ, দিলকুশা ২৩/০৯/২০১৯