এ কোন কালের বায়ু কালো হাতে মোড়া!
হাত বাঁধা জনতার দিশেহারা ঘোড়া
কুলীনেরা আড় চোখে চেয়ে আছে নীচে
বহু ধন বহু ক্ষণ ছোটে পিছে পিছে।
কাঁড়ি কাঁড়ি টাকা কড়ি বেগমের প্রতি
স্বদেশের ভূমি ছেড়ে ছোটে দ্রুত গতি
আলিশান বাড়ি তথা উঁচা উঁচা নাক
রিজিকের পাতা ভরা কালো কালো বাঁক।
রানীর স্বরূপ মুখে অপরূপ বাণী
উজিরের নজিরেও জমিদারী মানী
হাহুতাশে সাধারণ বেড়েছে আগুন
কুলীনেরা গানে গানে এনেছে ফাগুন!
খবরের মুখগুলো কেন জানি চুপ!
খুঁড়ে খুঁড়ে বড় করে অগণিত কূপ!
ফিরোজ, মগবাজার, ১৭/০৩/২০২২