হে প্রিয় বন্ধু আমার কেন এ চরণে
রেখেছো কমলকলি অতীব যতনে
অপাত্রে বিলায়ে ফুল সসম্মানে যত
দিয়েছো বরণডালা সুশোভিত তত
নই আমি যোগ্যতম নই গুণধার
ভুলের পাহাড় ঠেলে নেই পারাবার
যতই জড়াবে হিয়া ততই আঘাত
তোমার কোমল হাসি আঁধারে নিপাত ।
ওগো মোর বন্ধু তুমি যাও চলে যাও
যেখানে পুষ্পের হাসি সেখানে হারাও
অযথা কষ্টের খেলা পরিত্যাগ ভালো
না হয় প্রাণের মেলা হয়ে যাবে কালো
যত দূরে যাও প্রিয় রবে শুভাশিস
সদাই তোমার প্রতি আমার আশিস ।
ফিরোজ, দিলকুশা, ০২/০১/২০১৮