হলাহল মাখানো নিয়তির সুঁই
আঘাতে আঘাতে ঝাঁঝরি অন্তর
অবিরত রক্ত ঝরে উর্বরতার গার্হস্থ্য ভূমিতে
কোন ভুল হয়নি এমন নয়
তবে কোন দোষ করিনি
তবুও কেন যে বড় বেশি অপরাধী !
বিধির কালিতে লেপ্টে গেছে দিন যাপনের পাতা
কী জানি ! কোন রহস্য লুকানো ?
অথচ আত্মপ্রবঞ্চক নই
দোষের ভাগাড়ে বসে বাকপটুতায় হইনি
সাফসুতরো প্রতিদিন
তবুও কর্ণকুহরে প্রতিনিয়ত
ধ্বনিত-প্রতিধ্বনিত বিড়ম্বনার রঙ্গগীত
চোখের দেয়ালও যেন
রঙ্গনিত্যের পর্দা
ক্রমাগত ক্ষরণে দেহে রক্তশূন্যতা
জীবিত লাশের মতো
হৃদস্পন্দন টিকে আছে কেবল ।
ফিরোজ, মগবাজার, ২৫/০২/২০১৮