মনের মধ্যে কি সুখ খুঁজে পাও?
হৃদয় মাঝে বিষের আগুন ঢেলে
অন্ধ চোখে কি রূপ তুমি চাও?
অনুধ্যানে আঁধার যতি ফেলে ।
অনুপ্রবেশ, ছাই জমেছে মাথায়
জটিল, অবুঝ, কেবল বিড়ম্বনা
ভুল ভাঙে না কোনো সরল কথায়
কুৎসা নিন্দায় ধূসর নিরঞ্জনা ।
যদি পেতাম এমন কোনো স্বপন
এমন কোনো বিজ্ঞ বোধের দিশা
যদি পেতাম তোমায় করে আপন
আবার পেতাম গহন কোণের ভাষা ।
ফিরোজ, শান্তিনগর, ০৩/১২/২০১৯