স্বপ্ন! স্বপ্নই থেকে যায়, বাস্তবতা উদ্দণ্ড বৈরী
পৃথিবীর দিন-রাত্রি বয়ে যায়
মাস, বৎসর, যুগ, শতাব্দীর পর শতাব্দী
প্রায়শই দাঁড়িয়ে থাকি-
অবিশ্বাস্য বৈপরীত্যের মুখোমুখি।
বেঁচে থাকার অভিশাপে পাথর হলাম
তবু নিশ্চল নই
হাঁটি, পথ চলি, কাজ করি, কথা বলি
কুয়াশার অন্ধকারে ঢেকে যায় প্রত্যাশার নদী
একদিকে তীব্র ঘৃণা, অন্যপাশে প্রবল ভালোবাসা-
ধরে রাখে বন্ধন।
একই সাথে ঘৃণা, ভালোবাসা, বন্ধন-
নিদারুণ সম্পর্কের অদ্ভুত অভিজ্ঞান।
ফিরোজ, মগবাজার, ০৫/০৭/২০২৩