রাত্রির ঘন কৃষ্ণবুক আগ্রাসন
ঘাটে, মাঠে, ঘরে, প্রাসাদে, অন্দরেও
নতুন বলয়ে দাসখত দিয়ে আসা
শৃগালের ঘাড়ে উন্নেতার উল্লসিত ঝাণ্ডা
জমজমাট শপথের প্রাঙ্গণে উত্তুঙ্গ ঘোষণা
দক্ষ অভিনয়ে ছল করা উক্তি “এরপর আর না
খুঁজে নাও নতুন কোন কালোবুক শৃগাল”
অনুগামী পাণ্ডাদের সমস্বরে চিৎকার, না … না …
আজীবন তোমাকেই চাই … ।
তবে তাই হোক
এমন নিবিড় প্রত্যাশা
কী করে প্রত্যাখ্যাত হবে !
কুকুর-শৃগালের গাঢ় বন্ধুত্ব
গৃহস্থ-ঘরের মুরগি উজাড় …
বহুরূপী পোশাকে
বহু বহু বিচিত্র কীর্তি, উপহার
বিপন্নবোধে নির্বাক জনতা
অবাক তাকিয়ে রয় !
ফিরোজ, মগবাজার, ১১/০১/২০১৯